Rohit Vemula State Murder or Suicide?
রোহিত ভেমুলা
১৭ই জানুয়ারী ২০১৬ হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের PHD স্কলার রোহিত ভেমুলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। আম্বেদকর স্টুডেন্টস্‌ অ্যাসোশিয়েশানের তরফে দলিত অধিকার নিয়ে সওয়াল করার জন্য জুলাই ২০১৫ থেকে তাঁর বৃত্তি বন্ধ করা হয় এবং আগস্ট মাসে রোহিতের বিরুদ্ধে তদন্ত কমিটি বসে।

ঘটনার সূত্রপাত:-

২০১৫র আগস্ট মাসে, দিল্লিতে জাতপাত নিয়ে তৈরি এক বিতর্কিত ও স্পর্শকাতর তথ্যচিত্র প্রদর্শন নিয়ে বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-এর নেতা সুশীল কুমার ফেসবুকে এক আপত্তিকর মন্তব্য করার জেরে আম্বেদকর ছাত্র ইউনিয়ন-এর একদল ছাত্রের মধ্যে মারপিট হয়৷ হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৬ই ডিসেম্বর এ জন্য পাঁচজন দলিত ছাত্রকে বহিষ্কার করে এবং হোস্টেলসহ তাঁদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করে৷ বলা বাহুল্য, বহিষ্কারের এই আদেশ এক সামাজিক বয়কটের রূপ নেয়৷ তাই আদেশটি তুলে নেবার দাবিতে দলিত ছাত্ররা ১৩ই জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসের সামনে মুক্ত আকাশের নীচে ধর্ণা দিতে থাকে৷ কিন্তু তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মন টলেনি৷

১৭ই জানুয়ারি সন্ধ্যায় সেই পাঁচজন দলিত ছাত্রের একজন রোহিত ভেমুলা অন্য এক ছাত্র-হোস্টেলে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷ একটি সুইসাইড নোটে রোহিত লিখে যায়, জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে তার মর্মান্তিক প্রতিক্রিয়ার কথা৷
Previous Post Next Post